নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাকলিকানদলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট প্রদান থেকে বিরত ও বয়কটের দাবিতে নিউ ইয়র্কে ডেমোক্র্যাটদলীয় বাংলাদেশি নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। স্থানীয় সময় রবিবার দুপুরে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র আয়োজনে সমাবেশে প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে ডেমোক্রেটদলীয় বাংলাদেশি নেতারা বলেন, “যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের নিশ্চিত নিরাপত্তার কথা চিন্তা করেই সব বাংলাদেশির উচিত হিলারিকেই ভোট দেওয়া।” হিলারি প্রেসিডেন্ট নির্বাচিত হলে শুধু প্রবাসী বাংলাদেশিরাই নয়, একই সঙ্গে বাংলাদেশও উপকৃত হবে বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা বলেন, “ডোনাল্ড ট্রাম্পের মতো লোক যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নেতৃত্বের যে দৃঢ়তা- তা অটুট রাখা কঠিন হয়ে পড়তে পারে।” তাই মুসলিম ও অভিবাসীবিরোধী ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে বয়কটের আহ্বান জানান হয়। নিউ ইয়র্কের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য দেন বাংলাদেশি ডেমোক্র্যাট রেহান রেজা, মিজবাহ উদ্দিন, মোহাম্মদ এন মজুমদার, মাজেদা উদ্দিন, সোলায়মান আলী প্রমুখ।
Be the first to comment on "ট্রাম্পকে বয়কটের দাবিতে নিউ ইয়র্কে বাংলাদেশিদের সমাবেশ"