নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির শিক্ষা সচিব পদের জন্য লিবার্টি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জেরি ফালওয়েলকে নিয়োগ দিতে চেয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে জেরি ফালওয়েল ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি একটি সাক্ষাতকারে জেরি জানান, গত সপ্তাহে নিউইয়র্কে এক বৈঠকে ট্রাম্প সরকারের চার থেকে ছয় বছরের শিক্ষা সচিব হতে আমাকে অফার করে। কিন্তু আমি দুই বছরের আগে লিবার্টি ইউনিভার্সি ছাড়তে পারছি না, তাই ট্রাম্পের এই প্রস্তাবে রাজি হতে পারিনি। তাছাড়া ওই পদটিতে যোগ দেওয়ার আগ্রহও আমার নেই।
Be the first to comment on "ট্রাম্পের প্রস্তাবে ‘শিক্ষা সচিব’ পদে রাজি হননি জেরি!"