ট্রেনের টিকিট, প্রতিদিন বিক্রি হবে ২২ হাজার

নিউজ ডেস্ক : ঈদের  আগে প্রতিদিন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৬৯টি ট্রেনে ৪৬ হাজার ৩৬৫ জন যাত্রী বাড়ি ফিরতে পারবেন বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন। তিনি জানান, প্রতিদিন কাউন্টারে ৩১টি আন্তনগর ট্রেনের ২২ হাজার টিকিট বিক্রি করা হবে। আজ সোমবার সকাল পৌনে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মহাপরিচালক বলেন, অগ্রিম টিকিট দেওয়া হয় শুধু আন্তনগর ট্রেনের। সে হিসেবে কমলাপুরে ১৩টি কাউন্টার থেকে দেশের বিভিন্ন রুটের ৩১টি আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। এবার ট্রেনের ধারণক্ষমতা দ্বিগুণের কাছাকাছি হয়ে গেছে জানিয়ে রেল মহাপরিচালক বলেন, প্রায় ৩০ শতাংশ যাত্রী বহন ক্ষমতা আগের চেয়ে বেড়েছে। আগে যেখানে একটি ট্রেনে ৫০০ থেকে ৬০০ যাত্রী বহন করা যেত এখন কোচ ও ট্রেন বেড়ে যাওয়ায় প্রতিটি ট্রেনে যাত্রী সংখ্যা ৯০০ হয়ে গেছে। আর এ জন্য সকলেই টিকিট পাবেন বলে আশা প্রকাশ করেন রেলওয়ে মহাপরিচালক।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ট্রেনের টিকিট, প্রতিদিন বিক্রি হবে ২২ হাজার"

Leave a comment

Your email address will not be published.


*