শিরোনাম

ডাক্তার-নার্সদের ধর্মঘট বন্ধে রুল জারি

নিজস্ব প্রতিবেদক : নাগরিকের জীবন রক্ষার্থে চিকিৎসক ও নার্সদের কর্তব্যকালিন সময়ে ধর্মঘট ডাকা কেন বে-আইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শাহিদুল হকের সমন্বেয় গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে (ডিউটি) কর্তব্য পালন করার সময়ে ডাক্তার নার্সদের এ ধরণের ধর্মঘট ডাকা বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বে-আইনি ও অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয়-স্বজন কর্তৃক চিকিৎসক ও নার্সদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেয়া হবে না মর্মেও রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ ২৩ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছ।

নাগরিকদের জীবন রক্ষা ও রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে ডাক্তার ও নার্সদের ধর্মঘট বন্ধের নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে গত রবিবার হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রীমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ডাক্তার-নার্সদের ধর্মঘট বন্ধে রুল জারি"

Leave a comment

Your email address will not be published.


*