নিউজ ডেস্ক : ঐতিহাসিক শততম টেস্টে বিজয়ের পর প্রথম ওয়ানডেতে দাপুটে জয়। আগামীকাল মঙ্গলবারের ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় টিম টাইগার। এই ধারাবাহিকতা বজায় থাকলেই হবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়! সদ্য অভিষিক্ত অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অন্তত এমনটাই ভাবছেন। তার ভাবনা ছুঁয়ে গেছে বাকীদের। তাই প্রথম ম্যাচ জয়ের পর এতটা উদযাপন করতে দেখা যায়নি টাইগারদের। আসল কারণটা জানা গেল মিরাজের মুখেই!
প্রথম ওয়ানডের ভেন্যু ডাম্বুলাতেই ২৮ মার্চ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে। প্রথম ওয়ানডেতে অভিষিক্ত মিরাজ ব্যাট করার সুযোগ না পেলেও বোলিংয়ে দারুণ পারফর্মেন্স দেখান। এজন্য দ্বিতীয় ম্যাচেও সাকিবের সঙ্গী হওয়টা তার জন্য মোটামুটি নিশ্চিত। তিনি জানালেন, সবাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের অপেক্ষায় আছে। দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ। এর পরই উদযাপন করা হবে।
মিরাজের ভাষায়, “প্রথম ওয়ানডে জিতে তো অবশ্যই ভালো লেগেছে। কিন্তু এখনো তো সিরিজ শেষ হয়নি। একটা ম্যাচ জিতেই যদি আমরা খুশি হয়ে যাই, তাহলে সামনে এগোতে পারবো না। সিরিজ নিশ্চিত হলে আমরা উদযাপন করবো। ”
প্রথম ম্যাচ জেতার পর এখন সিরিজে বাংলাদেশই ফেভারিট। দলের সবার মাঝে চনমনে ভাব। যেন জয়ের নেশায় পেয়ে বসেছে টাইগারদের। তাই মাঠেও ফেবারিটের মতই খেলতে চান মিরাজ। তিনি বলেছেন, “আশা করি, ডাম্বুলাতেই সিরিজ জিততে পারবো। যদি কোনো ভুল না হয় তাহলে আশা করি আমরাই জিতবো। “
Be the first to comment on "ডাম্বুলায় সিরিজ নিশ্চিত করেই উদযাপন"