নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৮০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বুধবার, ২৫ জানুয়ারি ভোর ৫টায় মেডিকেলের নতুন ভবনের ৪০২ নম্বর ওয়ার্ডে মারা যান তিনি।
গণমাধ্যমকে তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটিরত কারারক্ষী জাকারিয়া।
গত ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি করা হয়।
মঞ্জু ছিলেন নেত্রকোনার আটপাড়া উপজেলার জামায়াতে ইসলামী নেতা।
Be the first to comment on "ঢাকা মেডিকেলে রাজাকার এনায়েত উল্লাহ’র মৃত্যু"