নিউজ ডেস্ক : থাইল্যান্ডে চলতি টি-টোয়েন্টি এশিয়া কাপে প্রথম জয়ের মুখ দেখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল রুমানা আহমেদের দল। স্বাগতিক থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ।
ব্যাংককের এশিয়ান ইনিস্টিটিউট অ্যান্ড টেকনোলোজি ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৮ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে রুমানা বাহিনী। তৃতীয় উইকেটে ফারগানাকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন সানজিদা। সানজিদার ৩৮ রানের কল্যাণে ৮৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে পান্না ঘোষ আর রুমানার বোলিং তোপে মাত্র ৫৩ রানেই শেষ হয়ে যায় স্বাগতিকদের ইনিংস। নাতাকান চানতাম করেন ২১ রান। আর বাংলাদেশের পক্ষে পান্না ঘোষ ৪ আর রুমানা নেন ৩ উইকেট।
Be the first to comment on "থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ"