নিউজ ডেস্ক : ২০১৪ সাল থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল আইএস (ইসলামিক স্টেট) জঙ্গিদের দখলে। ইরাকি সেনার তৎপরতায় ইতোমধ্যে শহরের উত্তর, দক্ষিণ, পূর্ব মুক্ত হয়েছে। এবার এর পশ্চিমাংশ দখলে নেমেছে সেনাবাহিনী। ইরাকি সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হায়দার ফাদেল জানান, মসুল শহরের পশ্চিমাংশ জনবহুল হওয়ায় খুব সতর্কতার সঙ্গে পা ফেলতে হচ্ছে সেনাবাহিনীকে। যাতে স্থানীয় নাগরিকরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন।
এদিকে, মসুলের সাধারণ মানুষের দিন কাটছে আতঙ্কে। জঙ্গিদের সবদিক থেকে কোণঠাসা করতে ভেঙ্গে ফেলা হয়েছে ৫টি সেতু। যাতে জঙ্গিরা মসুল ছেড়ে বের হতে না পারেন। পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন হলে অস্ত্র, খাবার, সবকিছুর জোগানই বন্ধ হয়ে যাবে জঙ্গিদের কাছে। আর এর প্রভাব সাধারণ মানুষের উপরও পড়ছে। বিশেষ করে নারী ও শিশুরাই বেশি ভুক্তভোগী। জীবন সংশয়ের পাশাপাশি সামগ্রিক জীবনেই রয়েছে যুদ্ধের আঁচ।
বর্তমানে মসুলই আইএস জঙ্গিদের শেষ ঘাঁটি। মসুলকে আইএসের দখলমুক্ত করতে লড়াই করছে ইরাকি সেনা ও কুশ পেশমের্গা বাহিনী। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া বাহিনী। পাশাপাশি আইএসদের দখল মুক্ত করতে আকাশপথে ড্রোন হামলা চালাচ্ছে মার্কিন সেনা।
Be the first to comment on "দখলমুক্ত হচ্ছে মসুল, আতঙ্কে সাধারণ মানুষ"