নিউজ ডেস্ক : আকর্ষণীয় ব্যক্তিত্ব ও গ্ল্যামারের পর এবার বলিউডে সবচেয়ে সুন্দর হাসির খ্যাতি পেলেন দীপিকা পাড়ুকোন! না, কোনো জরিপে নয়। কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকার প্রেমিক বলিউড অভিনেতা রণবীর সিং। আর সবাই জানে উনি যখনি সুযোগ পান দীপিকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান।
অনুষ্ঠানে তার ভক্তরা তাকে প্রশ্ন করে‚ বলিউডে কোন অভিনেত্রীর সব থেকে সুন্দর হাসি? এর উত্তর না দিয়ে রণবীর এই প্রশ্নটাই ছুঁড়ে দেন ভক্তদের দিকে। তখন সবাই চিৎকার করে দীপিকার নাম উল্লেখ করেন।
এতে মহাখুশি রণবীর হাসতে হাসতে বলেন, ‘জনতা সঠিক রায় শুনিয়ে দিয়েছে। আমি এর বিরোধিতা করার কে?’
Be the first to comment on "দীপিকার হাসি সবচেয়ে সুন্দর!"