নিউজ ডেস্ক : কমলাপুর রেলওয়ে স্টেশনে একেকটি কাউন্টারে টিকিটের জন্য লাইনে ২০০ বেশি লোক দাঁড়িয়ে রয়েছেন। যতো সময় গড়াচ্ছে লাইন ততোই দীর্ঘ হচ্ছে। মাঝে মাঝে ছোট খাটো বচসার ঘটনাও ঘটছে। আবার মিটমাটও হয়ে যাচ্ছে। আজ সোমবার সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর আগ পর্যন্ত এমন মৃদু উত্তেজনা চলে টিকিট কাউন্টারে। সময় ঘনিয়ে আসায় লাইনে যারা বসে ও শুয়ে রাত কাটিয়েছিলেন তারা এখন সারি বেধে দাঁড়িয়ে গেছেন। এখন পর্যন্ত কমলাপুর স্টেশন চত্বরে লাইন দুইবার বাঁক খেতে দেখা গেছে। নারী কাউন্টারের লাইন স্টেশন চত্বরের শেষ দিকে হওয়ায় এখানে দাঁড়ানোর আর জায়গা নেই।
কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, লাইনে শৃংঙ্খলা রাখতে এখানে সাদা পোশাক এবং পোশাকে ১২০ জন রেলওয়ে পুলিশ কাজ করছেন। এছাড়া কমলাপুর স্টেশনের আশেপাশে তিন কিলোমিটারে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্টেশনের বাইরে ডিএমপি ও র্যাব দায়িত্ব পালন করছে। প্রতিদিন সকাল ৮টায় অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে। আবার ৫ সেপ্টেম্বর শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। যা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এবার কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যের জন্য ২০ হাজারের বেশি টিকিট বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। আগের ঈদে এ সংখ্যা ছিলো ১৯ হাজার।
রেলের মহাপরিচালক (ডিজি) আমজাদ হোসেন বলেন, ঈদে কমলাপুর স্টেশন থেকে ৬৯টি ট্রেন ছেড়ে যাবে। এসব ট্রেন দিনে ৪৬ হাজার ৩৬৫ জন যাত্রী বহন করবে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জানান, ২৩ টি কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। প্রথম দিনের ভিড়ের চেয়ে মঙ্গলবার ভিড়ও বেশি হবে। ওইদিন দেওয়া হবে ৮ সেপ্টেম্বরের টিকিট। এখন দেওয়া হচ্ছে ৭ সেপ্টেম্বরের টিকিট।
রেলস্টেশন কাউন্টার তথ্যে দেখা গেছে, ৮ নম্বর কাউন্টার থেকে দেওয়া হবে চট্টগ্রামগামী তুর্ণা নিশিতা, মহানগর এক্সপ্রেস, চট্টলা ও উপকূল এক্সপ্রেস ট্রেনের টিকিট। ৯ নম্বর কাউন্টার থেকে দেওয়া হবে, সিলেটগামী পারাবত, উপবন, জয়ন্তিকা, কালনী এক্সপ্রেস ট্রেনের টিকিট। ১০ নম্বর কাউন্টার থেকে দেওয়া হবে রাজশাহীগামী সিল্কসিটি, ধূমকেতু ও পদ্মা এক্সপ্রেস। ১১ নম্বর কাউন্টার থেকে দেওয়া হচ্ছে এগারসিন্ধুর প্রভাতি, এগারসিন্ধুর গোধূলী, ও কিশোরগঞ্জ এক্সপ্রেস।
১২ নম্বর কাউন্টার থেকে দেওয়া হচ্ছে যমুনা, হাওর, ও নতুন ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেস। ১৩ নম্বর কাউন্টার থেকে দেওয়া হবে তিস্তা, অগ্নিবীণা, ব্রহ্মপুত্র ও দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেন। ১৪ নম্বর কাউন্টার থেকে দেওয়া হবে রংপুর, লালমনিরহাট ও পার্বতীপুর এক্সপ্রেসের টিকিট। ১৫ নম্বর কাউন্টার থেকে দেওয়া হবে একতা, দ্রুতযান ও নীলসাগর। ১৬ নম্বর কাউন্টার থেকে দেওয়া হবে চিত্র সুন্দরবন , সিরাজগঞ্জ ও খুলনা ঈদ স্পেশাল।
Be the first to comment on "দীর্ঘ হচ্ছে কমলাপুরের অগ্রিম টিকিটের লাইন"