শিরোনাম

দুই নারী-পুরুষ জঙ্গির ডিএনএ সংগ্রহের কাজ চলছে

নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহল থেকে গতকাল সোমবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা দুই নারী-পুরুষ জঙ্গির মরদেহ লাশঘর থেকে আজ মঙ্গলবার বেলা ১২টায় লাশকাটা ঘরে (মর্গে) আনা হয়েছে। সেখানে চলছে লাশ দুটির ডিএনএ সংগ্রহের কাজ।

এ বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বলেন, লাশগুলোর অবস্থা ক্ষতবিক্ষত। তবে লাশ দুটির সুরতহালে যেমনটা দেখা গেছে, নিহত দুজনের বয়স ২২ থেকে ৩২ এর মধ্যে হবে। আর ডিএনএ টেস্ট করা হচ্ছে ডা. শামসুল আলমের নেতৃত্বে। এ কাজে তার সঙ্গে আরো রয়েছেন ডা. নাদিয়া শারমীন ও অন্য একজন চিকিৎসক।

ওসি জানান, যথারীতি লাশের ডিএনএ এবং ভিসেরা সংগ্রহ করা হবে। এছাড়া আতিয়া মহল থেকে আরো দুটি লাশ আসবে কিছুক্ষণের মধ্যে।

এর আগে পুলিশের একটি সূত্র জানিয়েছিল, মৃতদেহ দুটির বেশিরভাগ অংশই পুরে অঙ্গার হয়ে গেছে। দুজনের চুলও পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, অভিযানের প্রথম দিনের বিস্ফোরণেই তাদের মৃত্যু হয়েছে। কারণ দুটি লাশ থেকেই উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুটি লাশকেই অজ্ঞাতপরিচয় হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। মেয়েটির নাম মর্জিনা বলে ধারণা করছে পুলিশ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "দুই নারী-পুরুষ জঙ্গির ডিএনএ সংগ্রহের কাজ চলছে"

Leave a comment

Your email address will not be published.


*