নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৯ জন সম্ভাব্য মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির সাখাওয়াত হোসেন খানসহ আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদের মনোনয়নপত্রে স্বাক্ষর কম থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে বাছাই পর্বে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার এ তথ্য জানান। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিন শ জনের স্বাক্ষর প্রয়োজন। কিন্তু সেখানে তিনজনের স্বাক্ষর কম থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা বিভাগীয় কার্যালয়ে আপিল করতে পারবেন।
তিনি আরও জানান, সব কাগজপত্র ঠিক থাকায় অপর আট মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত ডা. সেলিনা হায়াৎ আইভী, বিএনপি মনোনীত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, জাসদের মোসলেমউদ্দিন, এলডিপির কামাল প্রধান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস ও ইসলামী ঐক্য জোটের এজহারুল ইসলাম।
মনোনয়নপত্র বাছাইয়ের সময় আইভী ছাড়া বাকি সব মেয়র প্রার্থী ও তাদের প্রস্তাবকারী, সমর্থকরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং অফিসার মেয়র প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘন না করার আহ্বান জানান। তিনি বলেন, ৫ ডিসেম্বরের পর উঠান বৈঠক, ঘরোয়া সভা করা যাবে। তবে মিছিল, শোভাযাত্রা, সভা সমাবেশ করা যাবে না।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট হবে ২২ ডিসেম্বর। ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে।
Be the first to comment on "নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন : একজনের মনোনয়ন বাতিল"