নিউজ ডেস্ক : ছবির নায়ক কে? সানি লিওন অভিনীত ছবিতে এমন প্রশ্নের উত্তর সচরাচর কোনো সিনেপ্রেমী জানতে চান না৷ জনপ্রিয় টিভি রিয়ালিটি শো বিগ বসে অংশ নেয়ার পর বলিউডে অভিষেক হয়েছিল এই পর্নস্টারের৷ তারপর আর ফিরে তাকাতে হয়নি৷ জিসম টু, রাগিনী এমএমএস টু-এর মতো একের পর এক হিট ছবি ফ্যানদের উপহার দিয়েছেন বি-টাউনের হট অ্যান্ড সিজলিং নায়িকা৷ অত্যন্ত কম সময়ের মধ্যে হিন্দি সিনেমা জগতে নিজের জন্য একটা আলাদা জায়গা করে নিতে পেরেছেন তিনি।
এখন তাঁর অগণিত ফ্যান৷ তাঁর এই জনপ্রিয়তা এবং সাফল্যের জন্য বিবিসি’র এ বছরের সেরা ১০০ নারীদের তালিকায় স্থান পেয়েছেন সানি৷ যাঁরা অন্য নারীদের সাফল্যের দিশা দেখিয়েছেন, জীবনে নতুন কোনো চ্যালেঞ্জ নিতে অনুপ্রেরণা দিয়েছেন, সেই তালিকাতেই রয়েছে সানির নাম।
বিবিসি’র এই তালিকায় রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের সফল নারীরা। ইঞ্জিনিয়ার, খেলোয়াড়, ব্যবসায়ী, ডিজাইনারসহ নানা ক্ষেত্রের সফল নারীদের নিয়ে তৈরি হয়েছে এই তালিকা। বিবিসি’র পক্ষ থেকে এমন সম্মান সানিকে যে নতুন করে কাজের আত্মবিশ্বাস জোগালো, তা আর আলাদা করে বলে দিতে হয় না।
সূত্র: সংবাদ প্রতিদিন
Be the first to comment on "নারীদের অনুপ্রেরণা দেয়ায় সেরা সানি!"