শিরোনাম

নারী ক্রিকেটারদের জন্য মুশফিকের শুভকামনা

নিউজ ডেস্ক : টি-২০ এশিয়া কাপ খেলতে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন থাইল্যান্ডে। আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। গতকালই রোমানা-সালমারা থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীমও শুভকামনা জানালেন মেয়েদের।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মুশফিক এ বিষয়ক একটি পোস্ট দেন। বাংলাদেশের টেস্ট অধিনায়ক লিখেছেন, “টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শুভকামনা রইলো। আশা করি, এই আসরে তারা ভালো করবে, ইনশাল্লাহ।”
ইতোমধ্যে এশিয়ার সবচেয়ে বড় আসরটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরি কাটিয়ে সেই দলে ফিরেছেন দেশের তারকা অলরাউন্ডার সালমা খাতুন। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ২৮ নভেম্বর স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। ২৯ নভেম্বর বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। ৩০ নভেম্বর পাকিস্তান আর ০৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন জাহানারা-সালমারা। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ০৪ ডিসেম্বর।

এবারের মেয়েদের এশিয়া কাপও টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে। স্বাগতিক থাইল্যান্ডসহ টুর্নামেন্টে ৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও থাইল্যান্ড। আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশ দল ভালো করবে, এমনটা আশাই করছেন মুশফিকুর রহীম।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নারী ক্রিকেটারদের জন্য মুশফিকের শুভকামনা"

Leave a comment

Your email address will not be published.


*