শিরোনাম

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের লক্ষ্য ৩৬৯

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের রস টেইলরের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ৩৬৯ রানের বড় লক্ষ্য দাঁড় করিয়েছে দলটি। তবে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে মাঠ ছেড়েছে সফরকারী দল পাকিস্তান। আর সফরকারী দলকে জয়ের জন্য শেষ দিনে ২৬৮ রান করতে হবে। কিউইরা ৩১৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে।
অভিজ্ঞ ব্যাটসম্যান টেইলর হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চতুর্থ দিন ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি করেন। কিছুটা আক্রমণাত্মক খেলে ১৩৪ বলে ১৬ চারের সাহায্যে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮০ রান করেন ওপেনার টম ল্যাথাম।
পাকিস্তান বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান ইমরান খান। আর একটি করে উইকেট দখল করেন মোহাম্মিদ আমির ও ওহাব রিয়াজ। পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি। দিনের বাকি তিন ওভারে মাত্র এক রান করে তারা। পরে অপরাজিত থেকে মাঠ ছাড়েন দুই ওপেনার সামি আসলাম ও আজহার আলী। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৭১ রান করার পর পাকিস্তান ২১৬ রান করেছিল। প্রথম টেস্টে হেরে পাকিস্তান ইতোমধ্যে ১-০তে পিছিয়ে আছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের লক্ষ্য ৩৬৯"

Leave a comment

Your email address will not be published.


*