নিউজ ডেস্ক : সচেতনতার সঙ্গে সবাইকে নিরাপদে পথ চলতে উৎসাহিত করতে সেলিব্রেটিদের সঙ্গে নিয়ে এবার রাস্তায় নেমেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী-কাকলীতে সেতুমন্ত্রীর সঙ্গে সড়ক নিরাপত্তা বিষয়ক এক ক্যাম্পেইনে যোগ দেন দেশের বেশ কয়েকজন চিত্রনায়ক, নায়িকা, শিল্পী ও কলাকুশলী। ওবায়দুল কাদের সেলিব্রেটিদের হাতে সড়ক নিরাপত্তা বিষয়ে স্টিকার ও লিফলেট তুলে দিয়ে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন পরিবহনের যাত্রীদের কাছে স্টিকার ও লিফলেট বিতরণ করেন। সেইসঙ্গে সড়কে অবস্থানরত বেশ কিছু গাড়িতে বিভিন্ন স্লোগান সংবলিত স্টিকার লাগিয়ে দেন।
এ সময় যাত্রীবাহী বাসের চালক ও যাত্রীর সঙ্গেও কথা বলেন সেতুমন্ত্রী। সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে মিটারে চলছে কিনা এ বিষয়টিও তদারকি করনে তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই অভিযানে অংশ নেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি (বিআরএ) চেয়ারম্যান নজরুল ইসলাম, চিত্রনায়ক ওমর সানি, অভিনেত্রী নিপুণ, অভিনেতা শিমুল, কণ্ঠশিল্পী এস আই টুটুলসহ অন্য কলাকুশলীরা।
Be the first to comment on "নিরাপদে পথ চলতে উৎসাহিত করতে রাস্তায় সেতুমন্ত্রী"