নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহতরা সত্যিই জঙ্গি কিনা সন্দেহ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে ২০ দলীয় জোটের শরিক দল ন্যাপ ভাসানী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
হান্নান শাহ বলেন, কল্যাণপুরে পুলিশ অভিযান চালিয়ে নয় জঙ্গিকে হত্যা করেছে। নিহতরা জঙ্গি কিনা সন্দেহের কারণ, গুলশানের ঘটনায় দেখা গেলো, সেখানে শত শত পুলিশ ছিল, আর ৫ থেকে ৭ জন জঙ্গি ছিল। কিন্তু পুলিশ সেই সশস্ত্র জঙ্গিকে মোকাবিলা করতে যায়নি। আর পুলিশ যখনই ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের কথা বলেন, তখনই মানুষের মনে সন্দেহ দেখা দেয় এরা কি সত্যিই অপরাধী ছিল, নাকি নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে?
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হান্নান শাহ বলেন, এ দেশে যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং জাতীয়তাবাদী শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, তখনই বিচারবহির্ভূত প্রত্যেকটি হত্যাকান্ডের বিচার করা হবে। হান্নান শাহ অভিযোগ করেন দেশের বহু ঘটনা আছে, যেগুলো সরকারের নির্দেশে হয়েছে। এমনিতে কোনো ঘটনা ঘটে না। আমি সেনাবাহিনীতে ছিলাম, জানি- কারো না কারো হুকুমে ঘটনা ঘটে।
ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, মুসলিম লীগের মহাসচিব এ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, ন্যাপ ভাসানীর অতিরিক্ত মহাসচিব রুহুল আমিন প্রমুখ।
Be the first to comment on "নিহতরা জঙ্গি কিনা সন্দেহ হান্নান শাহ’র"