শিরোনাম

নীলফামারীতে পুস্তক ব্যবসায়ীদের ধর্মঘট ও স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক : প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ এর সাতটি উপধারা সংশোধনের দাবিতে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে আজ সোমবার সকল বইয়ের দোকান বন্ধ রেখে পূর্ণদিবস ধর্মঘট পালন করছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নীলফামারী জেলা শাখা। সেই সাথে র‌্যালী করে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে। সকাল ১১টায় জেলা শহরের বাটারমোড় কার্যালয় হতে র‌্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষে হয়। এরপর তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব। কর্মসুচিতে অংশ নেন নীলফামারী জেলা শাখার সভাপতি ওয়ালি উল্লাহ, সাধারণ স¤পাদক ওমর ফারুক, সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহসভাপতি সহিদুল ইসলাম ও অর্থ স¤পাদক মেসের আলী সহ প্রমুখ।

প্রসঙ্গতঃ একই দবিতে সারাদেশের ন্যায় গত ১০ এপ্রিল শহীদ মিনারের সামনে মুখে কালোকাপড় বেঁধে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নীলফামারী জেলা শাখা মানববন্ধন কর্মসুচি ও তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিল।

 

basic-bank

Be the first to comment on "নীলফামারীতে পুস্তক ব্যবসায়ীদের ধর্মঘট ও স্মারকলিপি প্রদান"

Leave a comment

Your email address will not be published.


*