শিরোনাম

নোট বাতিলের ‘অর্থ’ দেখেন না অমর্ত্য সেন

নিউজ ডেস্ক : ভারতে নরেন্দ্র মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে প্রশ্নের মুখে দাঁড় করালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দেশটির ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক  সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, শুধুমাত্র কোন স্বৈরাচারী সরকারই এভাবে সাধারণ মানুষকে বিপাকে ফেলতে পারে। মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে দেখে মনে হচ্ছে দেশের প্রত্যেকটা মানুষের কাছে কালোটাকা রয়েছে। তাছাড়া তড়িঘড়ি সিদ্ধান্তের জের দেশবাসীর অনেক সমস্যা হয়েছে বলেও অভিমত তার।

অমর্ত্য সেনের প্রশ্ন, সরকার কেন এক ঝটকায় সব ভারতবাসীকেই সম্ভবত কুটিল আখ্যা দিয়েছে, যতক্ষণ না তিনি নিজেকে নির্দোষ প্রমাণিত করছে? যাদের কালো টাকা রয়েছে, এই পদক্ষেপে তাদের কিছু যায় আসে না, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীরা। মোদির নোট বাতিলে কীভাবে ভালো হবে সেটাই বুঝতে পারছেন না এই অর্থনীতিবিদ।

তার ধারণা, বিদেশ থেকে কালো রুপি ফেরানোর প্রতিশ্রুতির মতোই, এটাও ব্যর্থতা হতে পারে। সাক্ষাৎকারে অমর্ত্য সেনের জানিয়েছেন, এটা ঠিক যে ভালো নীতি অনেক সময় যন্ত্রণাদায়ক হয়। কিন্তু আবার এটাও ঠিক সব যন্ত্রণাদায়ক পরিস্থিতিই যে ভাল নীতির কারণে হয়, এমনটা তো নয়।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নোট বাতিলের ‘অর্থ’ দেখেন না অমর্ত্য সেন"

Leave a comment

Your email address will not be published.


*