শিরোনাম

নৌকার মেয়র প্রার্থীর মতবিনিময়

নৌকার মেয়র প্রার্থীর মতবিনিময়

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী সৈয়দ মসিয়ুর রহমানের সমর্থনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রামনারায়ন পাবলিক লাইব্রেরীর হলরুমে মতবিনিময় সভায় শিক্ষক আসাদুজ্জামানের পরিচালনায় সমিতির সভাপতি শেখ আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য লিপি খানম, জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাস, লাইব্রেরীর সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আখিদুল ইসলাম ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি আনোয়ার হোসেন। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, সাবেক সহ-সভাপতি বালা কমল কৃষ্ণসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এর আগে সকাল ৯টায় লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষক-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় শিক্ষকরা নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করবেন বলে অভিমত ব্যাক্ত করেছেন। এ পৌরসভায় আগামী ২ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নৌকার মেয়র প্রার্থীর মতবিনিময়"

Leave a comment

Your email address will not be published.


*