নড়াইল প্রতিনিধি॥ নড়াইলের কালিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর শুভ-উদ্ধোধন করেন নড়াইল-০১ আসনের সাংসদ জনাব মোঃ কবিরুল হক মুক্তি। রবিবার বিকালে এর শুভ উদ্ধোধন হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নড়াইলের কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম, নড়াইলের সহকারী প্রকৌশলী এল.জি.ই.ডি আব্দুল্লাহ আল কবীর, কালিয়া উপজেলা প্রকৌশলী আব্দুস সাত্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তরিকুল আলম মন্নু, ঠিকাদার মোঃ ফরহাদ হোসেনসহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় লোকজন। নড়াইলের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা ভবনটি নির্মাণে ২.৬১ কোটি টাকা ব্যয় হয়েছে। মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ করায় মুক্তিযোদ্ধারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
Be the first to comment on "নড়াইলের কালিয়া মুক্তিযোদ্ধা ভবন উদ্ধোধন"