নিউজ ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়ার আমজুর হাটের এবাদতখানা এলাকায় একটি টেম্পো নিয়ন্ত্রন হারিয়ে উল্টে ১০জন গার্মেন্টস কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে পটিয়া কাগজী পাড়ার ববি আকতার (১৫), নিশা (১৯), দিশা (২২), হাইদগাঁও গ্রামের নাছিমা আকতার (১৭), ডালিয়া আকতার (১৯) কে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। আজ রবিবার সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মত গার্মেন্টস কর্মী নিয়ে নাম্বারবিহীন একটি টেম্পো মহা সড়ক হয়ে হুলাইন এলাকার জরিনা গার্মেন্টসে যাচ্ছিল। তাদের টেম্পোটি আমজুরহাট এবাদতখানা এলাকায় পৌছলে কক্সবাজারমূখী শ্যামলী পরিবহনের একটি চেয়ারকোচকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে টেম্পোটি উল্টে যায়। পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার মোহাম্মদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। শ্যামলী গাড়ি কিংবা টেম্পোটি আটক করতে পারেনি বলে থানার উপ-পরিদর্শক মোঃ আরাফাত জানান।
Be the first to comment on "পটিয়ায় গার্মেন্টসের গাড়ি উল্টে আহত-১০"