নিউজ ডেস্ক : চিনের এক মহিলা তাঁর স্বামীর সঙ্গে যা করলেন, তা দৃষ্টান্ত হয়ে থাকবে। কিন্তু সেই মহিলা কেন এ হেন কাজ করতে গেলেন? জেনে নিন সেই কাহিনি।
অনেকদিন ধরেই সন্দেহ মনে মনে দানা বাঁধছিল। হাতেনাতে প্রমাণ না-পাওয়ায় কিছু বলা যাচ্ছিল না। সুযোগ এসে গেল একদিন। সেদিন স্বামী বাবাজীবনকে আর ছেড়ে কথা বললেন না স্ত্রী। হাতে নাতে প্রমাণ পেলেন স্বামীবাবাজি অন্য মহিলার সঙ্গে চ্যাট করতেই ব্যস্ত। তার পরেই স্ত্রী নিলেন সেই পদক্ষেপ। তিনি যা করলেন, তা জানলে যে কোনও স্বামী আর অন্য মহিলার সঙ্গে চ্যাট করার সাহস দেখাবেন না।
চিনের ওই মহিলা স্বামীকে বাধ্য করেন অন্তর্বাস পরতে। এখানেই শেষ নয়। স্বামীর মাথায় তিনি পরিয়ে দেন স্যানিটারি ন্যাপকিন। স্বামীর ওই বীভৎস বেশের ভিডিও করেন স্ত্রী। তারপর তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। ভিডিওয় দেখা যাচ্ছে, অস্বস্তিতে, লজ্জায় কুঁকড়ে গিয়েছেন স্বামীটি। আর স্ত্রী একের পর এক প্রশ্ন করে চলেছেন। হাঁটু মুড়ে বসে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছেন স্বামী। স্ত্রীকে তিনি কথা দিয়েছেন, আর কখনও তিনি এরকম করবেন না।
পরকীয়া করছেন স্বামী। জানতে পেরে এই স্ত্রী যা করলেন, তা দৃষ্টান্ত

Be the first to comment on "পরকীয়া করছেন স্বামী। জানতে পেরে এই স্ত্রী যা করলেন, তা দৃষ্টান্ত"