শিরোনাম

পরিবেশের আইন অমান্য করে পাহাড় কাটছে (সিডিএ)

নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুন্ডে দিনে-দুপুরে পাহাড় কাটছে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ(সিডিএ)। পরিবেশের আইন অমান্য করা পাহাড় কাটার সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে সরেজমিনে যাওয়ার চেষ্টা করলে ভাড়া করা সন্ত্রাসী বাহিনী সাংবাদিক প্রবেশে বাঁধা প্রদান করে এবং ছবি তুললে তা দিয়ে দিতে বলে।

জানা যায়, চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার উত্তর সলিমপুর,ভাটিয়ারী ও জঙ্গল ভাটিয়ারী মৌজা নিয়ে বাংলাদেশ সরকার বিএস মূলে ১শত ২২ একর ৭৬ শতক জায়গা ভূমি অধিগ্রহন করে চট্টগ্রাম উন্নয়ন কৃতপক্ষ (সিডিএ) নামে। সরকারীভাবে অধিগ্রহণের দীর্ঘ সময় চলে গেলেও এ অঞ্চলে কোন উন্নয়নের ছোঁয়া এখানো লাগেনি। তবে এ অঞ্চল সমতলের পাশে পাহাড় বেষ্টিত হওয়ায় পাহাড়খেকুরা কয়েকদিন পর পর পাহাড় কাটার মহোৎসব চালায়। আর এসব সংবাদ সংগ্রহে গেলে প্রবেশ মুখে বলা হয় এখানে সাংবাদিক ঢুকতে পারবে না। ঢুকতে হলে সিডিএ অনুমতি লাগবে। কৌশলে ঢুকে ছবি সংগ্রহে গেলে সিডিএ সন্ত্রাসী বাহিনী পাহাড় কাটার স্থলে হাজির হয়ে সাংবাদিকদের সাথে অশালীন সন্ত্রাসী আচরণ করে এবং বলে ছবি যেগুলো তুলেছেন তা দিয়ে দেন। এভাবে সাংবাদিক প্রবেশে বাঁধা দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ন পাহাড় কাটলেও সিডিএ বিরুদ্ধে কখনো কোন ব্যবস্থা নিতে কাউকে দেখা যায়নি।

পাহাড় কাটার বিষয়ে সীতাকুন্ড উপজেলা নিবার্হি কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া বলেন, ‘আসলে এসব বিষয় আমি অবগত নই, তবে খুব শীঘ্রই আমি বিষয়টি তদন্ত করে দেখবো।’

চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ(সিডিএ)ফৌজদারহাটে পাহাড় কাটার বিষয় জানতে (সিডিএ) চেয়ারম্যান আবদুস সালামকে মুটোফোনে ফোন করলে উনি সাংবাদিক পরিচয় পেয়ে কোন কথা না শুনে বলেন আমি ঢাকায়।’

পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মো. মাসুদ করিম বলেন, ‘ইতিমধ্যে আমরা সিডিএ কে পাহাড় না কাটার নির্দেশ প্রদান করেছি, আর সরকারী-বেসরকারী কোন প্রতিষ্ঠান পাহাড় কাটতে পারবে না, কেউ যদি নিজেরা নিজেদের খেয়াল খুশি মত পাহাড় কাটে তাদের অবশ্যই কৈফিয়ত দিতে হবে এবং আইনের আওতায়ও আসতে হবে।’

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "পরিবেশের আইন অমান্য করে পাহাড় কাটছে (সিডিএ)"

Leave a comment

Your email address will not be published.


*