নিউজ ডেস্ক : আসন্ন কোরবানির ঈদের আগে জাল নোট চক্রের সদস্যরা কোনোভাবেই যাতে জাল নোট ছাড়তে না পারে এজন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। কোরবানীর পশুর হাটে জালনোট প্রতিরোধকল্পে তফসিলী ব্যাংকের কর্মকর্তাদের দ্বারা পশু ব্যবসায়ীদেরকে নোট যাচাই সংক্রান্ত সেবা প্রদানের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকগুলো জানিয়ে দেয়া হয়েছে।
এতে আরও বলা হয়, জালনোট সনাক্তকারী মেশিনের সহায়তায় অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের দ্বারা হাট শুরুর দিন হতে ঈদের পূর্বরাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদেরকে বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা দিতে হবে। হাটের জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবী ও মোবাইল নম্বরসহ আপনাদের ব্যংকের নিয়ন্ত্রণকারী একজন উপযুক্ত কর্মকর্তার নাম, পদবী ও মোবাইল নম্বর আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে ইমেইলে পাঠাতে বলা হয়েছে। বুথে নোট যাচাইকালে কোন জালনোট ধরা পড়লে জালনোটঃ০১(পলিসি)/২০০৭-১৯১ মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। হাটে ব্যাংকের নাম ও তার সঙ্গে জালনোট সনাক্তকরণ বুথের ব্যনার প্রদর্শন করতে হবে। এছাড়া অন্যন্যা জেলাসমূহের পৌরসভা ও থানার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের দায়িত্ব বন্টনের জন্য সোনালী ব্যাংক লিঃ এর চেস্ট শাখা গুলোকে দায়িত্ব দেয়া হয়েছে।
Be the first to comment on "পশুর হাটে ব্যবসায়ীদেরকে নোট যাচাই সেবা দেয়ার নির্দেশ"