পশ্চিমবঙ্গের নতুন নাম ‘বাংলা’, প্রস্তাব পাশ

নিউজ ডেস্ক : অবশেষে বদলেই গেল পশ্চিমবঙ্গ রাজ্যের নাম। রাজ্যটির নতুন নাম হয়েছে ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ আর হিন্দিতে হবে ‘বাঙ্গাল’৷ আজ সোমবার রাজ্যের বিধানসভায় এই সংক্রান্ত বিলটি পাস হয়েছে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজ্য বিধানসভায় তুমুল হট্টগোলের মধ্যেই নাম বদলের প্রস্তাব পাস করাল তৃণমূল সরকার৷ ইস্যুটি নিয়ে কথা বলতে না দেওয়ার অভিযোগে ওয়াকআউট করে কংগ্রেস। বিধানসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব হওয়ার পরই, বিষয়টি দ্রুত অনুমোদনের আর্জি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজনাথকে ফোন করে যত দ্রুত সম্ভব রাজ্যের প্রস্তাবে কেন্দ্রীয় সম্মতির দেওয়ারও অনুরোধ জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷

মমতা বলেন, বাংলার মানুষের আবেগের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা সমর্থন করেন না, ইতিহাস তাদের ক্ষমা করবে না৷ তিনি দাবি করেন, নাম পরিবর্তন নিয়ে বিরোধীরা বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। তিনি আরো বলেন, ‘বঙ্গ নামটি আমিও পছন্দ করি৷ কিন্তু বাংলা সকলের মুখে মুখে ফেরে৷ সাধারণ মানুষের কাছে বাংলা নামটির গ্রহণযোগ্যতাই বেশি৷ ইংরেজিতে হবে বেঙ্গল৷ বাংলা বা বেঙ্গল থেকে আসছিই সকলকে বলতে শোনা যায়, কই কেউ বঙ্গ থেকে আসছি এমন তো কেউ বলেন না!’

নাম বদলের প্রস্তাব পাস হওয়ায় এই দিনটিকে ‘ঐতিহাসিক’ বলে চিহ্নিত করেছেন মমতা৷ পাশাপাশি, সাংবাদিক বৈঠকে রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন তিনি৷

রাজ্যে প্রস্তাব পাস হওয়ার পর এবার তা যাবে কেন্দ্রে৷ মুখ্যমন্ত্রীর আশা, কেন্দ্র অন্তত এ প্রস্তাব ফেলে রাখবে না৷ তাড়াতাড়ি তা সংসদে পেশ করা হবেই বলে আশা তাঁর৷ পরে রাষ্ট্রপতির অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ নাম পাল্টে হয়ে উঠবে বাংলা৷

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "পশ্চিমবঙ্গের নতুন নাম ‘বাংলা’, প্রস্তাব পাশ"

Leave a comment

Your email address will not be published.


*