নিউজ ডেস্ক : পাবনায় কলেজ জাতীয়করণের দাবিতে চলেছে সকাল-সন্ধ্যা হরতাল। জেলার সুজানগর পৌর সদরে নিজাম উদ্দিন আজগর আলী (এনএ কলেজ) ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আজ সোমবার এ হরতাল ডাকা হয়েছে। এনএ কলেজ জাতীয়করণ রক্ষা কমিটির ডাকা এই হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকালে হরতালের শুরুতে পাবনা-সুজানগর প্রধান সড়কসহ উপজেলার সকল সড়কে কাঠের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা।
হরতালের কারণে উপজেলার সকল অফিস-আদালত, ব্যাংক-বীমা, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হরতালকারীরা উপজেলা প্রশাসনের সব অফিসে তালা লাগিয়ে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য দফতর ও বিভাগের কর্মকর্তাদের অফিসের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হরতাল চলাকালে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়েছেন পথচারীসহ যাত্রীরা। তারা যানবাহন না পেয়ে হেঁটে গন্তব্যে যান।
প্রসঙ্গত, চলতি বছর দেশের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করে সরকার। সেই তালিকা নাম ছিল সুজানগরের এনএ ডিগ্রি কলেজের। কিন্তু সম্প্রতি এই কলেজটির নাম জাতীয়করণের তালিকা থেকে বাদ দিয়ে উপজেলার অন্য একটি কলেজকে জাতীয়করণ করা হয়। এই খবর জানার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে এনএ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার সচেতন মহল। তারপর থেকে সুজানগর পৌর সদরে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে তারা।
Be the first to comment on "পাবনায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল"