নিউজ ডেস্ক: মাতাল অবস্থায় কত অদ্ভূত আচরণই না করে মানুষ! মাতালদের মাতলামি সবসময় হাসি-তামাশার মধ্যে থাকে না। অনেক সময় তা ভয়ঙ্কর রূপও নেয়। সম্প্রতি রাশিয়ার একটি গ্রামে এক মাতাল ঘটিয়েছে ভয়ঙ্কর এক ঘটনা।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ৫২ বছর বয়সী ওই রুশ নাগরিক তার থেকে জুনিয়র বন্ধু’র(৪৭) সঙ্গে পুরুষাঙ্গের আকার নিয়ে প্রতিযোগিতায় নামে। প্রতিযোগিতায় বয়স্ক ব্যক্তিটি হেরে যায়। কম বয়সী লোকটির পুরুষাঙ্গ তার থেকে দীর্ঘ হওয়াতে সে বন্ধুর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন বয়স্ক ব্যক্তিটির হাতের কাছে ছিল একটি ধারালো কুড়াল। তা দিয়েই বন্ধুর ওপর উপর্যুপরি আঘাত করতে থাকে।
পুলিশ জানায়, বয়স্ক লোকটি গত দুই দিন ধরে মদ খেয়ে একেবারে বুদ হয়েছিল। প্রচণ্ড মাতাল হয়ে দুই বন্ধু এই ইস্যুটি নিয়ে দীর্ঘক্ষণ তর্কযুদ্ধ মেতে ওঠে। একপর্যায়ে, এই হামলার ঘটনা ঘটে। বয়স্ক লোকটি যখন তার বন্ধুর ওপর হামলা করে তখন তার কোনো হিতাহিত জ্ঞান ছিল না। প্রথমে বন্ধুর মাথায় কোপ দেয় এবং পরে তার পুরুষাঙ্গ কেটে নেয়। হামলা শিকার লোকটির আর্তনাদে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে জরুরি সার্ভিসে ফোন করে আহত লোকটিকে হাসপাতালে পাঠায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই বন্ধু নিকোলস্ক নামে একটি গ্রামের বাসিন্দা এবং তারা দীর্ঘদিনের পরিচিত। বয়স্ক লোকটির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তাকে আট বছরের কারাদণ্ড হতে পারে।
Be the first to comment on "পুরুষাঙ্গ নিয়ে প্রতিযোগিতা! অতঃপর কুড়াল দিয়ে কর্তন!"