নিউজ ডেস্ক : বেসরকারি টেলিভিশনের নিউজ টকশো ‘রাজকাহন’ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ‘কুখ্যাত শান্তি কমিটির সদস্য ছিলেন’ বলে বক্তব্য দেওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ঢাকার একজন আইনজীবী।
মহানগর হাকিম এ কে এম মইনুদ্দিন সিদ্দিক মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন। বুধবার ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট আরফানুদ্দিন খান বাদী হয়ে দণ্ডবিধি ৫০০ ও ৫০১ ধারায় এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।
তিনি মামলায় উল্লেখ করেন, ‘প্রধান বিচারপতি ১৯৭১ সালে কুখ্যাত শান্তি কমিটির সদস্য ছিলেন। শান্তি কমিটির সদস্য মানে রাজাকার ছিলেন। যে দিন থেকে প্রধান বিচারপতি হয়েছেন সে দিন থেকে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করে যাচ্ছেন। ‘
বাদী তার আরজিতে উল্লেখ করেন উনার এই বক্তব্যে জাতি স্তম্ভিত। এমন বক্তব্যে পুরো বিচারব্যবস্থার মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে। বাদীসহ সকল বিজ্ঞ বিচারক আইনজীবী ও জনতার মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে। সেই হিসেবে বাদীরও সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তাই এই মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে ন্যায়বিচার চেয়ে আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদন করেন তিনি।
Be the first to comment on "প্রধান বিচারপতিকে ‘রাজাকার’ বলায় শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা"