নিউজ ডেস্ক : কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময় শনিবার সকালে ৯০ বছর বয়সী এই বিপ্লবী নেতার মৃত্যু হয়।
মৃত্যু সংবাদ জানার পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, শোক বার্তায় প্রধানমন্ত্রী ফিদেল কাস্ত্রোর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন কিউবার এই কমিউনিস্ট নেতা। তার বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিলো ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
প্রধানমন্ত্রী শোক বার্তায় কিউবার জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
Be the first to comment on "ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক"