শিরোনাম

ফুলবাড়ীয়ায় ১৪৪ ধারা, পুলিশের মামলা

নিউজ ডেস্ক : ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজকে জাতীয়করণ করার দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও লাঠিপেটায় উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম ও পথচারী ভ্যানচালক সফর আলীসহ দুজন নিহতের ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ ও থমথমে অবস্থা বিরাজ করছে। উত্তেজনা ও নতুন করে সংঘর্ষ এড়াতে ফুলবাড়ীয়া পৌর এলাকার জোড়বাড়ীয়া থেকে ভালুকজান পর্যন্ত সোমবার সকাল ৯টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

এদিকে পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের অভিযোগে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। অপর একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে নিহত পথচারী সফর আলীর ভাই হজরত আলী। অপরদিকে উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালামের লাশ ময়নাতদন্ত শেষে সোমবার ভোররাতেই কড়া পুলিশি পাহারায় নিয়ে যাওয়া হয়েছে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়েনের কাদিরপুর পশ্চিমপাড়া গ্রামে। সেখানে বেলা ১১টায় স্থানীয় ফুরকানিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করার কথা রয়েছে।

উল্লেখ্য, ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজকে জাতীয়করণ করার দাবিতে রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশের সাথে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষ হয়। এ সময় পুলিশের লাঠিপেটায় উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম ও পথচারী ভ্যানচালক সফর আলীসহ দুজন নিহত হন। ১০ পুলিশ ও শিক্ষক-শিক্ষার্থীসহ আহত শতাধিক। বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, গুলি ও সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ফুলবাড়ীয়ায় ১৪৪ ধারা, পুলিশের মামলা"

Leave a comment

Your email address will not be published.


*