নিউজ ডেস্ক : গত ঈদে একসঙ্গে অভিনয়ের পর আবারো আসন্ন কোরবানি ঈদে আবারও একটি নাটকে জুটিবদ্ধ হয়ে আসছেন তাহসান ও মিথিলা। এবার তারা নাটকেও দম্পতির ভূমিকাতেই অভিনয় করবেন। নাটকের নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস’।
সম্প্রতি শেষ হয়েছে এ নাটকের শুটিং। নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এ নাটকে সদ্যবিবাহিত দম্পতির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাহসান ও মিথিলাকে।
এ বিষয়ে তাহসান বলেন, বাস্তবের স্ত্রীর সঙ্গে একই চরিত্রে নাটকে অভিনয় করতে ভালো লেগেছে। অনেক বেশি সহজ লেগেছে। চরিত্রের সঙ্গে আরো বেশি মিশে গিয়ে অভিনয়টা করা গেছে। আর নাটকের গল্পটিও চমৎকার। আমার বিশ্বাস ভালো লাগবে দর্শকদের।
মিথিলা বলেন, এ নাটকে তাহসান আমার স্বামীর ভূমিকাতেই অভিনয় করেছে। বাস্তবের মতো করেই কিছু দৃশ্যে আমরা অভিনয় করেছি। নাটকটি সবার ভালো লাগবে বলে আশা করছি। ‘মিস্টার অ্যান্ড মিসেস’ নাটকটি আসছে কোরবানির ঈদে এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।
Be the first to comment on "ফের একসঙ্গে তাহসান-মিথিলা"