নিউজ ডেস্ক : ২০১৭ সালে অনুষ্ঠেয় ফ্রান্সের প্রেসিডেনশিয়াল নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে ফ্রাঙ্কোয়িস ফিলন জয় পেয়েছেন। আর এই নির্বাচনী দৌড়ে তার প্রতিদ্বন্দ্বী অ্যালাইন জুপ্পে পরাজয় মেনে নেয়ায় কনজারভেটিভ পার্টির প্রার্থী হওয়ার আর কোন বাঁধা থাকল না ফ্রাঙ্কোয়িস ফিলনের। জানা যায়, আগামী বছর ফ্রান্সের প্রেসিডেনশিয়াল নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানানো হয়।
ফ্রান্সের স্থানীয় সময় রবিবার দলীয় প্রার্থী হওয়ার দৌড়ে ফিলন দলের ভোটারদের ৬৭ ভাগ সমর্থন পেয়ে জয়ী হন। ফিলন তার নির্বাচনী প্রচারণায় সমতার ভিত্তিতে সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ফ্রান্স সত্য জানতে চায় এবং সমস্যার প্রতিকার চায়। আর আগামী বছর এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ফিলনের প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজতান্ত্রিক প্রার্থী ম্যারিনে লে পেন।
Be the first to comment on "ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী ফ্রাঙ্কোয়িস ফিলন"