নিউজ ডেস্ক : ‘অপরাধ’ বলতে বক্ষসৌন্দর্য বাড়াতে বুকে ‘সিলিকন ইমপ্ল্যান্ট’ করিয়েছিলেন তিনি। সেই কারণ দেখিয়েই পুলিশের চাকরিতে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শেষ পর্যন্ত কাজে যোগ দেয়া হচ্ছিল না জার্মানির এক ৩২ বছর বয়সী তরুণী। কারণ, যে নারীরা সিলিকন ইমপ্ল্যান্ট করান, তাঁদের পক্ষে বুলেটপ্রুফ জ্যাকেট পরাটা অসুবিধাজনক। সেই কারণেই বক্ষসৌন্দর্য বাড়ানো নারীদের জার্মানির ডর্টমুন্ড শহরের পুলিশ বাহিনীতে ঠাঁই হত না। কিন্তু পাল্টা প্রতিবাদে এবার পাল্টে গেল নিয়ম। ওই তরুণী পুলিশের সব পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছিলেন। শারীরিক সক্ষমতার পরীক্ষায় তো খুবই ভাল ফল করেছিলেন। কিন্তু বাধ সাধে সিলিকন ইমপ্ল্যান্ট সংক্রান্ত নিয়ম। প্রতিবাদ জানিয়ে মামলা করেন ওই তরুণী। তাতে বিচারক ওই নিয়ম পাল্টে দেয়ার পক্ষে রায় দেন। খুব শিগগিরই ওই তরুণীকে এবার দেখা যাবে ডর্টমুন্ড পুলিশের উর্দিতে।
সূত্র: আজকাল
Be the first to comment on "বক্ষসৌন্দর্য বাড়িয়ে পুলিশে জার্মান তরুণী"