নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় বজ্রপাতে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। আহতরা হলেন, দিনাজপুরের দবির উদ্দিন (৫০) ও স্ত্রী মেরিনা (৪৫), ছেলে সেলিম মিয়া (৩২), সেলিমের স্ত্রী সাবিনা (২৭) ও মেয়ে সুমাইয়া (৫) ও জামিয়া (১২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশীদ জানান, আহতরা সারদাগঞ্জ এলাকার জহিরের বাড়িতে ভাড়া থাকেন। ভোরে বিকট শব্দে বজ্রপাত হলে ওই ছয়জন দগ্ধ হন। পরে এলাকাবাসী তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়েছে।
Be the first to comment on "বজ্রপাতে একই পরিবারের ছয়জন দগ্ধ"