নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিম। বরিশালের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করতে নামেন শাহরিয়ার নাফিস এবং দিলশান মুনাবেরা। ইনিংসের তৃতীয় ওভারে বিদায় নেন শাহরিয়ার নাফিস। ১৩ বলে মাত্র ৩ রান করা বরিশালের এই ওপেনারকে ফেরান আবু জায়েদ। সেকুজে প্রসন্নর হাতে ধরা পড়ার আগে দলীয় রান ছিল ৬।
এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছে সাকিব আল হাসানের ঢাকার সামনে।
মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর একটায় প্রথম ম্যাচে লড়বে বরিশাল বনাম ঢাকা। এখন পর্যন্ত আট ম্যাচে পাঁচ জয় ও তিন হারে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সাকিব আল হাসানের ঢাকা।
অন্যদিকে এখন পর্যন্ত খুব একটা সুবিধে করতে পারেনি মুশফিকুর রহিমের বরিশাল। সমান আট ম্যাচে তিন জয় ও পাঁচ হারে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে তারা। ফলে আসরে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই দলটির সামনে। তবে দু’দলের প্রথম সাক্ষাতে ঢাকা আট উইকেটের বড় জয় তুলে নিয়েছিল।
Be the first to comment on "বরিশালের ওপেনার নাফিসের বিদায়"