নিউজ ডেস্ক : বাগেরহাটে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্য (৪৫) নিহত হয়েছে। আজ রবিবার ভোররাতে সদর উপজেলার রাখালগাছি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি শাটারগান, তিনটি হাতবোমা ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, ভোররাতের দিকে ১০/১২ জন জেএমবি সদস্য নাশকতামূলক কর্মকান্ডের জন্য বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি এলাকায় অবস্থান করছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। তখন এক জেএমবি সদস্য গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষনিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
Be the first to comment on "বাগেরহাটে বন্দুকযুদ্ধে এক জেএমবি নিহত"