শিরোনাম

বার্সাকে জিতিয়ে মেসির সেঞ্চুরি!

নিউজ ডেস্ক : ক্রিকেটে সেঞ্চুরির টার্মটা খুব ব্যবহৃত। কিন্তু ফুটবলেও তা মাঝে মাঝে উঠে আসে। যেমন আসলো গেল রাতে। সেল্টিকের বিপক্ষে তাদের মাঠে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলেই সেল্টিককে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। সেই সাথে স্প্যানিশ ক্লাবটির হয়ে আন্তর্জাতিক ক্লাব ফুটবলে গোলের সেঞ্চুরি হয়ে গেল আর্জেন্টাইন জাদুকরের।

মেসির ১০০ গোলের ৯২টি চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপিয়ান সুপার কাপে ৩টি আর ক্লাব বিশ্বকাপে ৫টি। প্রথম লেগের ম্যাচে সেল্টিকের জালে গোল উৎসব করেছিল বার্সা। মেসি করেছিলেন হ্যাটট্রিক। এবার জোড়া গোল। এই জয়ে নক আউট পর্ব নিশ্চিত হয়েছে। এক ম্যাচ হাতে রেখে গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে বার্সা। আর চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে আরেকটি শততম গোলের রেকর্ডের লড়াই জমিয়ে তুলেছেন মেসি।
মাদ্রিদের সিআরসেভেন চ্যাম্পিয়ন্স লিগে মেসির চেয়ে ১০ গোল বেশি নিয়ে মৌসুম শুরু করেছিলেন। কিন্তু সেল্টিকের সাথে জোড়া গোলে এখন রোনালদোর চেয়ে মাত্র ৩ গোল পেছনে মেসি। পর্তুগিজ তারকা মোটে ২ গোল করেছেন এই মৌসুমে। মেসি ৯টি। রিয়াল মাদ্রিদেরই আরেক কিংবদন্তি রাউল গঞ্জালেসের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে করা ৫৩ গোলে রেকর্ড এর মধ্যে ছাড়িয়েছেন মেসি। এখন তার ৫৬ গোল। বরুশিয়া মনশেনগ্লাডবাখের সাথে ম্যাচ এখনো বাকি।

এই মৌসুমের শুরুতে মনে হয়েছিল রোনালদো ১০০ গোলের রেকর্ড স্পর্শ করলেন বলে। এবং তা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে। কিন্তু গোল খরায় ভূগছেন তিনি। এখনো সেঞ্চুরি করতে তার ৫ গোল লাগবে। ব্যবধান কমিয়ে তার কাছে এসে দাঁড়ানো মেসির লাগবে ৭ গোল। দেখা যাক ৫ বারের ফিফা বিশ্বসেরা মেসি না ৩ বারের বিশ্বসেরা রোনালদো এই রেকর্ডটা আগে করেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বার্সাকে জিতিয়ে মেসির সেঞ্চুরি!"

Leave a comment

Your email address will not be published.


*