নিউজ ডেস্ক : নতুন মৌসুমের শুরুটা দারুণ করলেও লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয়টা মোটেও সহজ হয়নি বার্সেলোনার। ইভান রেকিটিক একমাত্র গোলে স্বাগতিকদের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে মেসি-সুয়ারেজরা। তারপরও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।
রবিবার মধ্যরাতে বিলবাওয়ের মাঠ সান মামেস ব্যারিয়ায় শুরু হওয়া এ ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে খেলা বার্সাকে প্রথম লিড পাইয়ে দেন রেকিটিক। সুয়ারেজের দারুণ এক পাস থেকে বল পেয়ে রেকিটিককে বাড়িয়ে দেন আরদা তুরান। সেখান থেকে গোল আদায় করে নিতে ভুল করেননি ক্রোয়েশিয়ান মিডফিল্ডার রেকিটিক। ২১ মিনিটে পাওয়া রেকিটিকের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথি হয়ে খেলতে নামা মেসি-সুয়ারেজরা।
বিরতির পর খেলার ৫৪তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। তার জোরালো শট গোলবারের উপর দিয়ে বাইরে বেরিয়ে যায়। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোলের দেখা পাওয়ায় ওই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
Be the first to comment on "বার্সার কষ্টার্জিত জয়"