নিউজ ডেস্ক : বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ইতিমধ্যেই তার অভিনয় গুণে চমকে দিয়েছেন সিনেমা জগতের বাসিন্দাদের। সেই চমকের আরও এক উদাহরণ এবার দেখা গেল একটি স্বল্প দৈর্ঘ্য সিনেমায়। সম্প্রতি রণবীর সিং আর তামান্না ভাটিয়াকে নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের বিজ্ঞাপনী ছবি বানিয়েছেন পরিচালক রোহিত শেঠি। ছবির নাম ‘রণবীর চিং রিটার্নস’! অ্যাকশন ও কমেডির মিশেলে দ্বৈত চরিত্রে এলেন রণবীর। মা আর ছেলে দুই ভূমিকায় একাই অনবদ্য রণবীর!
চিং সংস্থার চিনা খাবারের মাহাত্ম্য তুলে ধরতেই এই বিজ্ঞাপন নির্মাণের উদ্যোগ নেয় অজয় দেবগনের প্রযোজনা প্রতিষ্ঠান। জানা গেছে, এই বিজ্ঞাপনের মূল ভাবনা রণবীরের নিজের। গত ১৯ আগস্ট এটি মুক্তি পেয়েছে অনলাইনে। গত দুইদিনে বিজ্ঞাপনটি দেখা হয়েছে ২০ লাখের বেশিবার।
এর আগে আরও একবার চিং- সংস্থার সঙ্গে জুটি বেঁধেছিলেন রণবীর। রীতিমতো বিখ্যাত হয়ে গিয়েছিল যশ রাজ ফিল্মসের প্রযোজনায়, শাদ আলির পরিচালনায় ‘মাই নেম ইজ রণবীর চিং’ নামে সেই মিউজিক ভিডিও। তার পরের ধাপেই রোহিত শেঠির নির্মাণ করলেন সিনেমার ঢঙে তৈরি বিজ্ঞাপন।
রোহিত শেঠির ছবিতে যা থাকে, এই বিজ্ঞাপনী ছবিতেও তার অভাব নেই। গাড়ি, তুখোড় অ্যাকশন, জমাটি রোম্যান্স, নাচ-গান- সব আছে ৫ মিনিট ৩২ সেকেন্ডের এই ছবিতে। ঠিক নিটোল এক বলিউডি মশলা ছবির ফর্মুলা মেনেই তৈরি হয়েছে ‘রণবীর চিং রিটার্নস’। নিচের ভিডিওতে আপনিও দেখে নিতে পারেন ‘রণবীর চিং রিটার্নস’ এ রণবীর-তামান্না-রোহিত জুটির স্বল্পদৈর্ঘ্য বিজ্ঞাপনটি-
Be the first to comment on "বিজ্ঞাপনে এ কোন রণবীর! (ভিডিও)"