শিরোনাম

বিজয়-পূজারার শতকে ঘুরে দাঁড়িয়েছে ভারত

নিউজ ডেস্ক : রাজকোটে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে সফরকারী ভারত ৪ উইকেট হারিয়ে ৩১৯ রান তুলতে সক্ষম হয়েছে। যার ফলে স্বাগতিকরা ইংল্যান্ডের থেকে এখনও ২১৮ রান পিছিয়ে রয়েছে। হাতে আছে আরও ৬ উইকেট। ভারত তাদের প্রথম ইনিংসে এখন পর্যন্ত ১০৮.৩ ওভারে ৩১৯ রান তুলতে পেরেছে। ওপেনার মুরালি বিজয় এবং তিন নম্বরে নামা চেতস্বর পুজারা শতক হাঁকান। বিজয় করেন ১২৬ রান। আর পুজারার ব্যাট থেকে আসে ১২৪ রান। ২৯ রানে বিদায় নেন গৌতম গম্ভীর। ২৬ রানে অপরাজিত রয়েছেন দলপতি বিরাট কোহলি। শূন্য রানেই বিদায় নেন অমিত মিশ্র। উল্লেখ্য টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ইংলিশদের প্রথম ইনিংস শেষ হয় সব কয়টি উইকেট হারিয়ে ৫৩৭ রানে। ইংলিশদের হয়ে জো রুট করেন ১২৪ রান। শতক হাঁকান মঈন আলী এবং বেন স্টোকস। মঈন আলী ১১৭ রানের ইনিংস খেলার পথে ২১৩ বল মোকাবেলা করেন। তার ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি। অপরদিকে, স্টোকসের ১২৮ রানের ইনিংসে ছিল ১৩টি চার আর দুটি ছক্কা। ভারতের হয়ে তিনটি উইকেট দখল করেন রবীন্দ্র জাদেজা, দুটি উইকেট নেন মোহাম্মদ সামি এবং একটি উইকেট লাভ করেন অমিত মিশ্র।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বিজয়-পূজারার শতকে ঘুরে দাঁড়িয়েছে ভারত"

Leave a comment

Your email address will not be published.


*