নিউজ ডেস্ক : সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে জিতেছেন অনেক শিরোপা, পেয়েছেন অনেক সম্মান। এবার জন্মশহর মাদেইরায় দারুণ এক সম্মান পেতে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের নামে বিমানবন্দরের নামকরণ করতে যাচ্ছে দ্বীপ শহরটির স্থানীয় সরকার।
আয়েরোপর্তো দা মাদেইরা বিমানবন্দরের নামকরণ হবে চারবারের বিশ্বসেরা এই ফুটবলারের নামে।
গত শুক্রবার এর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ২৯ মার্চ এটা প্রকাশ করা হবে। মাদেইরায় রোনালদোর নামে একটি যাদুঘর ও মূর্তি আছে। সেখানে তার দুটি হোটেলও আছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক আইরিশ তারকা ফুটবলার জর্জ বেস্টের নামে বেলফাস্টের বিমানবন্দরের নামকরণ করা হয়েছিল।
Be the first to comment on "বিমানবন্দর হচ্ছে রোনালদোর নামে"