নিউজ ডেস্ক : কিরগিস্তানে চিনা দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণ। মঙ্গলবার সকালের এই ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। আহত বহু।
সূত্রের খবর, এ দিন সকালে কিরগিস্তানের রাজধানী বিশকেকে চিনা দূতাবাসের প্রধান গেটে একটি গাড়ি সরাসরি এসে ধাক্কা মারে। তার পরেই বিল্ফোরণে কেঁপে ওঠে গোটা চত্বর। ঘটনায় প্রচুর হতাহতের আশঙ্কা করছে কিরগিস্তান প্রশাসন। তাদের তরফে জানানো হয়েছে, এখনও হতাহতের সঠিক সংখ্যা যাচাই করে দেখা হচ্ছে।
সূত্র : আনন্দবাজার প্রত্রিকা
Be the first to comment on "বিস্ফোরণে কেঁপে উঠল কিরগিস্তানের চিনা দূতাবাস, হত ১"