নিউজ ডেস্ক: হঠাৎ করেই ফিসফাসটা বেশ জোরদার হয়ে উঠেছে। খুব শিগগিরই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছে বলিউডের এই সেলিব্রেটি জুটি। চারহাত এক হতে চলেছে। পর্দার পেশোয়া বজিরাও ও মস্তানি! টিনসেল টাউনে যাদের জুটিকে দীপবীরও বলে থাকেন কেউ কেউ। জোর খবর, খুব শিগগিরই নাকি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর ও দীপিকা। সেভাবে নিজেদের সম্পর্ক নিয়ে মিডিয়ার কাছে মুখ না খুললেও অনেকবারই তাদের একফ্রেমে দেখা গেছে।
সম্প্রতি স্পেনের মাদ্রিদে IFA অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও যার অন্যথা হয়নি।। সেখানে মস্তানি দীপিকার উদ্দেশে প্রকাশ্যেই চুমু ছুঁড়তে দেখা যায় ‘বাজিরাও’ রণবীরকে। তারপর থেকেই বি টাউনে গুঞ্জনটা আরও জোরদার হয়ে ওঠে! শোনা যাচ্ছে, দুই লাভবার্ডস-ই নাকি এখন অস্ট্রিয়ায় রয়েছেন ছুটি কাটাতে। সেখানেই তাঁদের সঙ্গে যোগ দেবে তাঁদের পরিবার। আর তারপরই নাকি ঠিক হবে জুটির বিয়ের তারিখ। সম্ভবত সেটা পরের বছরই।
Be the first to comment on "বিয়ের পিঁড়িতে বসতে চলেছে রণবীর-দীপিকা"