শিরোনাম

বেসরকারি ব্যাংকের পরিচালকদের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর

নিউজ ডেস্ক : বেসরকারি ব্যাংকের পরিচালকদের মেয়াদ বাড়ানো হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একটি নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত এ মেয়াদ বাড়ানো হতে পারে। এক্ষেত্রে তা হতে পারে ১০ থেকে ১৫ বছর।

রবিবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাকক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী এ ইঙ্গিত দেন।

বৈঠকে বেসরকারি ব্যাংক মালিকরা শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন। কারণ শ্রমিক বলতে যা বোঝায় ব্যাংক কর্মচারীরা সেই ক্যাটাগরিতে পড়েন না বলে মনে করেন ব্যাংক মালিকরা। এছাড়া পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে সেক্ষেত্রেও তারা আপত্তি জানান। ব্যাংক মালিকদের বক্তব্য হচ্ছে, বেসরকারি ব্যাংকের পরিচালকরা নির্বাচন করেই এই পদে আসেন। সেক্ষেত্রে পুনরায় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা একটি অতিরিক্ত চাপ। এই বাধ্যবাধকতা থেকে তারা পরিত্রাণ চান।

এ সময় অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই রদবদল করতে হলে বিদ্যমান আইনের পরিবর্তন প্রয়োজন। সেটি সময় সাপেক্ষ। আগামী ডিসেম্বরের মধ্যে যেহেতু নতুন আইন করা সম্ভব নয় তাই এক্ষেত্রে প্রজ্ঞাপন জারি করে যা কিছু করার করতে হবে। তবে সবকিছুই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

অনুষ্ঠানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব মো. ইউনুসুর রহমানসহ বিএবির প্রেসিডেন্ট নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বেসরকারি ব্যাংকের পরিচালকদের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর"

Leave a comment

Your email address will not be published.


*