নিউজ ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইনস্টিটিউট অব ক্রিমিনোলজিতে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।
বিবিসি বলছে, বেলজিয়ামের গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় আড়াইটার (০০:৩০ জিএমটি) কিছু আগে একটি গাড়ি ইনস্টিটিউট ঘিরে থাকা তিন ধাপের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
“এক কিংবা একাধিক” সন্দেহভাজন ল্যাবরেটরিগুলোর কাছে বোমার বিস্ফোরণ ঘটায়।
চলতি বছরের মার্চে ব্রাসেলস বিমানবন্দর ও মেট্রো স্টেশনে বোমা হামলার পর থেকে দেশটিতে ৩ নম্বর সতর্কতা জারি আছে।
তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) ওই বোমা হামলাদুটির দায় স্বীকার করেছিল।
ওই দুই হামলায় ৩২ জন মানুষ নিহত হন।
ব্রাসেলসের শহরতলী নেদার-ওভার-হেমবিকে ইনস্টিটিউটটির অবস্থান।
তবে এই বিস্ফোরণ ঘটানো সন্দেহভাজন ব্যক্তিদের পরিণতি এখনো স্পষ্ট নয়।
Be the first to comment on "ব্রাসেলসে ক্রিমিনোলজি ইনস্টিটিউটে বোমা বিস্ফোরণ"