নিউজ ডেস্ক : গতকাল শুক্রবার উরুগুয়েকে উড়িয়ে দিয়ে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে খেলা প্রায় নিশ্চিত করে ফেলে ব্রাজিল।
এবিষয়ে সাংবাদিক সম্মেলনে ব্রাজিলের কোচ তিতে বলেছেন, উরুগুয়ের মাঠে এসে ওদের চার গোল দেওয়া সহজ বিষয় নয়। তার ওপর এক গোলে পিছিয়ে থেকে ছেলেদের দুর্দান্ত লড়াইয়ে আমি মুগ্ধ।
ম্যাচে নয় মিনিটে পেনাল্টি থেকে এডিনসন কাভানি উরুগুয়েকে এক গোলে এগিয়ে দেওয়ার পরেই লড়াইয়ে ফেরে ব্রাজিল। ফিলিপে কুটিনহো, পাউলিনহো এবং নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের দুরন্ত লড়াই স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৬০ হাজার উরুগুয়ে সমর্থককে স্তব্ধ করে দেয়।
ব্রাজিলীয় সংবাদমাধ্যম এই জয়কে ঐতিহাসিক বললেও ম্যাচের পর নেইমারও বলেছেন, উছ্বসিত হওয়ার মতো কিছু ঘটেনি। উরুগুয়ে যথেষ্ট শক্তিশালী দল। হোম ম্যাচে আত্মতুষ্ট হয়ে মাঠে নামলে আমাদের কপালে কিন্তু দুঃখ থাকবে।
চিন সুপার লিগে খেলা পাউলিনহো জাতীয় দলে ঢুকেছেন দুইবছর হল। গতকাল শুক্রবার দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন তিনি। স্বভাবতই তিনি অভিভূত। বলেছেন, ভাবতে পারিনি, হ্যাটট্রিক পেয়ে যাব। তবে হ্যাটট্রিকের চেয়েও আমি খুশি দলের জয়ে।
তিনি আরও বলেছেন, আমরা জানতাম, উরুগুয়ে বেগ দেবে। প্রথম ২০ মিনিট আমরা যথেষ্ট চাপেও ছিলাম। তবে তারপর থেকে কিন্তু আমাদেরই আধিপত্য ছিল। তবে পাউলিনহো সতর্ক করে বলেছেন, পরবর্তী ম্যাচগুলোতে গোল খেয়ে পিছিয়ে পড়ার অভ্যাসটা বন্ধ না করলে বিপদ আছে।
Be the first to comment on "ভাবিনি হ্যাটট্রিক পাব"