নিউজ ডেস্ক : নোট বাতিলের জেরে ভারতীয়দের সঙ্কট তো ছিলই। এবার সঙ্কটে পড়লেন পড়শি নেপালিরা। এবার নেপালের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নতুন ভারতীয় নোটগুলিকে অবৈধ ঘোষণা করা হল। অর্থাৎ নেপালে চলবে না নতুন ৫০০ ও ২০০০-এর ভারতীয় নোট।
নেপাল রাষ্ট্র ব্যাংকের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, FEMA আইন অনুযায়ী আপাতত নতুন ভারতীয় নোট নেপালে অবৈধ। ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন নোট নিয়ে কোনো বার্তা না আসার ফলেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, নেপাল-ভুটানে ভারতীয় টাকা বহুল ব্যবহৃত।
জানা গেছে, নতুন নোটে লেনদেন বিষয়ে দুই দেশের কর্তৃপক্ষের মধ্যে কোনো আলোচনা হয়নি। আর এই কারণেই নতুন নোট নেপালে চলবে না বলে জানিয়েছে নেপালের রাষ্ট্র ব্যাংক। প্রসঙ্গত, বর্তমানে একজন নেপালি নাগরিক ২৫ হাজার টাকা পর্যন্ত ভারতীয় মুদ্রা সঙ্গে রাখতে পারেন।
কিন্তু, বর্তমানে নেপালি নাগরিকদের কাছে থাকা পুরোনো ভারতীয় নোট-এর কী হবে, তা নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নয়া নোট গ্রহণ করা হবে না নেপালে।
এই সিদ্ধান্তের ফলে দুই দেশের সীমান্তে বাণিজ্য ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
সূত্র: এই সময়
Be the first to comment on "ভারতীয় নতুন নোট নেপালে অবৈধ ঘোষণা"