নিউজ ডেস্ক : যশোরে বেনাপোল সীমান্তে ভারত থেকে অবৈধপথে আসা ৩৪ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। বেনাপোলের আমড়াখালীতে বৃহস্পতিবার রাতে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়েছে।
বেনাপোল বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবির সদস্যরা একটি বাসে তল্লাশি চালান। সেখানে ভারত থেকে অবৈধভাবে আসা ৩৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ নারী ও ৫ জন শিশু রয়েছে। তাদের বাড়ি যশোর, বাগেরহাট, ফরিদপুর ও নরাইল জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
আটকদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Be the first to comment on "ভারত থেকে অবৈধপথে আসা ৩৪ বাংলাদেশি আটক"