শিরোনাম

মধুখালীতে মধ্যরাতে দুই পক্ষের গুলি বিনিময়, নিহত দুই

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দি এলাকায় অস্ত্রধারী দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি নিহত হয়েছে।ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার এবং সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এ ব্যাপারে মধুখালী থানায় মামলার প্রস্তুতি চলছে।

মধুখালী থানার ওসি মো.রুহুল আমিন জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে টহল পুলিশের একটি দল মহাসড়কের পাশের ছকরিকান্দি এলাকার গোলাগুলির শব্দ শুনতে পায়।পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পুলিশ ম্যাক্সিম গ্রুপের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন,তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা ডাকাত দলের সদস্য ও নিজেদের মধ্যে গুলি বিনিময়ে এ নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলিসহ ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ছয় ব্যক্তিকে আটক করেছে।এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মধুখালীতে মধ্যরাতে দুই পক্ষের গুলি বিনিময়, নিহত দুই"

Leave a comment

Your email address will not be published.


*